170
নতুন প্রধানমন্ত্রী পেল কাতার। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হলেন।
আরব নিউজ জানায়, মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে শপথ নেন নতুন প্রধানমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এ সময় উপস্থিতি ছিলেন।
২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ।