152
নজিরবিহীন তুষার ঝড়ের কবলে পড়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র।
কানাডায় বইছে শীতকালীন ঝড়। অনেক স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার কানাডীয়কে অন্ধকার ও শীতের মধ্যে দিন কাটাতে হচ্ছে। দেশটির কর্মীরা বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।
কানাডার পাঠকপ্রিয় পত্রিকা টরন্টো স্টার জানায়, ব্যাপক তুষারপাতের কারণে ট্রেনের লাইনচ্যুতি অব্যাহত রয়েছে। বড়দিন উপলক্ষে ছুটি কাটানোর পরিকল্পনা নষ্ট হচ্ছে অন্টারিও ও কুইবেকবাসীর।
প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রেও বইছে শীতকালীন ঝড়। নজিরবিহীন তুষারপাতের পাশাপাশি কমেছে তাপমাত্রা। অন্তত ৬০ জন মারা গেছে। অনেক স্থানে বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না নাগরিকরা।