155
সাম্প্রতিক দিনগুলোতে সাগরে অন্তত ২০ রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। দুই মাসে নৌকায় কয়েকশ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় নামার পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবারও ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের তীরে ভেসে আসা একটি নৌকা থেকে ১৭৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। যাত্রীদের অনেকেই মারা গেছে, অনেকে ছিল অসুস্থ। তাদের অধিকাংশই পানিশূন্যতা ও ক্লান্তিতে ভুগছিলেন।