আন্তর্জাতিক ডেস্ক
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। নির্বাচনে পরাজয়ের কয়েক সপ্তাহ পর রবিবার (৭ সেপ্টেম্বর) ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে বিভক্তি এড়াতেই ইশিবা এ সিদ্ধান্ত নিয়েছেন। গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি-নেতৃত্বাধীন জোট ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়ে। তখন তিনি পদত্যাগের খবর অস্বীকার করলেও শেষ পর্যন্ত দলের চাপের মুখে সরে দাঁড়াতে যাচ্ছেন।
আল জাজিরা জানিয়েছে, গত অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইশিবার নেতৃত্বে পার্লামেন্টের উভয় কক্ষে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এতে নীতিগত লক্ষ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ে।
দলের ডানপন্থি অংশ তাকে নির্বাচনী পরাজয়ের দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানায়। শনিবার রাতে জাপানের কৃষিমন্ত্রী ও এক সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করে পদত্যাগে রাজি করান।
যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে জাপান সরকার নিশ্চিত করেছে—ইশিবা রোববারের পর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন।