আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। আহত হয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ। দেশটির সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল হওয়ায় কম্পনের প্রভাব মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পর নানগারহার ও কুনার অঞ্চলে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় বাসিন্দা পোলাদ নূরি (২৮) বলেন, ‘এত শক্তিশালী ভূমিকম্প আমি জীবনে কখনো দেখিনি।’
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল একটি গ্রামেই অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় উদ্ধারকাজে মারাত্মক বাধা তৈরি হয়েছে।
তালেবান সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে আকাশপথে উদ্ধার তৎপরতা পরিচালনা করা যায়।