7
কখনো কখনো জীবন এতটাই ক্লান্তিকর হয়ে ওঠে যে
নিশ্বাসটুকুও বোঝা মনে হয়।
চারপাশে হাজারো মানুষ থাকলেও ভেতরের শূন্যতা
হাড়ের গায়ে গিয়ে ধাক্কা দেয় বারবার।
চেষ্টা করি সবকিছু স্বাভাবিক রাখতে,
মুখে হাসি ধরে রাখতে — অথচ মনের ভেতর একটা গভীর অন্ধকার
ধীরে ধীরে সব আলো নিঃশেষ করে দিচ্ছে।
কত স্বপ্ন ছিল, কত আশা — সবই যেন হারিয়ে যাচ্ছে
অন্ধকার বুদবুদে কুয়াশার ভেতর।
জীবন কি তবে শুধু সহ্য করে যাওয়ারই আরেক নাম?
নাকি কোথাও লুকিয়ে আছে ছোট্ট কোনো আশার আলো?
সবাই বলে — সময় বদলাবে, সব ভালো হয়ে যাবে।
কিন্তু সেই “ভালো সময়” কোনোদিন আসেই না?