বিনোদন প্রতিবেদক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন শুধু রুপালি পর্দায় নয়, এবার আলোচনায় এসেছেন ব্যবসায়ী হিসেবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, সিনেমায় অভিনয় না করেও তার আয় ১২০০ কোটি রুপি! এই গুঞ্জন ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে উঠলে জানা যায়, ব্যবসাক্ষেত্রে বড়সড় সাফল্য পেয়েছেন কৃতি।
মাত্র দুই বছর আগে নিজের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড Let’s Hyphen চালু করেছিলেন এই অভিনেত্রী। আর এতেই তিনি কুড়িয়েছেন প্রায় ৪০০ কোটি রুপির লাভ। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কৃতি নিজেই এই তথ্য জানান।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কৃতি ও তার সহ-উদ্যোক্তা তরুণ শর্মা মিলেই গড়ে তুলেছেন এই সফল উদ্যোগ। ‘Let’s Hyphen’ প্রতিষ্ঠায় সহায়তা করেছেন জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড mCaffeine-এর প্রতিষ্ঠাতারা—তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি এবং মোহিত জৈন।
শুরুর দিন থেকেই কৃতি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, সরাসরি বিনিয়োগও করেছেন তিনি। প্রথম বছরে ব্র্যান্ডটিকে টিকিয়ে রাখতে ও প্রসারিত করতে কৃতির বিনিয়োগ ছিল মুখ্য।
কৃতি জানান, “আমরা প্রথমেই ১০০ কোটি রুপির লক্ষ্যে এগিয়েছিলাম। সেটি অর্জনের পর আমাদের স্বপ্ন বড় হয়েছে। এখন আমাদের লক্ষ্য ১০০০ কোটি, যদিও আমি চাই সেটি যেন ১২০০ হয়।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের স্বপ্নগুলো ভিশন বোর্ডে লিখে রেখেছিলাম। আমি বিশ্বাস করি, আগামী ২–৩ বছরের মধ্যেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।”
মডেলিং দিয়ে কৃতির ক্যারিয়ার শুরু হলেও বলিউডে পা রেখে তিনি পেয়েছেন জনপ্রিয়তা ও ভালোবাসা। আর এবার উদ্যোক্তা হিসেবে সফল হয়ে দেখিয়েছেন, পর্দার বাইরেও তার সক্ষমতা কতটা বিস্তৃত।