যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকসহ পণ্যে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের পোশাক খাতের শেয়ারবাজারে বড় দরপতন দেখা গেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) কেপিআর মিলস, ওয়েলসপুন, অলোক ইন্ডাস্ট্রিজ, কিটেক্স গার্মেন্টসসহ একাধিক ভারতীয় গার্মেন্ট কোম্পানির শেয়ার ০.৮ থেকে ৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় ভারত পিছিয়ে পড়বে—এমন আতঙ্ক থেকেই এই পতন।
এর আগে জুলাইয়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছিল, যা পরে আলোচনার মাধ্যমে কমিয়ে আনা হয়। অন্যদিকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্র, যা একই দিনে কার্যকর হয়েছে।
এই প্রেক্ষাপটে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক চাপের মুখে পড়েছে। বিপরীতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য চুক্তি করেছে এবং দেশটির ওপর শুল্ক ২৯ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।
সাম্প্রতিক এই শুল্ক পরিবর্তনে স্পষ্ট হয়েছে—যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে, তবে ভারত এই কূটনৈতিক সুবিধা থেকে বঞ্চিতই থাকছে।