ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির উত্তরাঞ্চলের গোরগান শহরের একটি কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়। খবর এএফপির।
ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, তিনজন ব্যক্তি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য ছিলেন। তাঁদের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের গুরুতর অভিযোগ ছিল। দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, শনিবার সকালে গোরগান শহরের কারাগারে তিন দণ্ডপ্রাপ্ত ধর্ষকের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে দোষীদের নাম বা অন্যান্য পরিচয় প্রকাশ করা হয়নি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের তথ্যমতে, ইরানে ধর্ষণ ও হত্যাকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় বিশ্বে চীনের পরেই রয়েছে দেশটি।