বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেন-এর থ্রিলার উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। পরিচালনায় রয়েছেন আকা রেজা গালিব। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ।
গল্পে মৌ রয়েছেন একজন মায়ের ভূমিকায়, যার জীবন রাতারাতি পাল্টে যায় একটি দুর্ঘটনায়। মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে তিনি নিজেই। শুরু হয় মরদেহ গোপন করা, সত্য আড়াল রাখার টানটান স্নায়ুচাপের খেলা। পুলিশের তদন্তে একের পর এক জটিলতায় জড়িয়ে পড়েন তিনি।
পরিচালক রেজা গালিব জানান, “গল্পের পটভূমি ৭০-এর দশক হলেও, আধুনিক চিত্রনাট্যে ফুটিয়ে তোলা হয়েছে সেটিকে। সময়োপযোগী করার জন্য কিছু চরিত্র ও নামের পরিবর্তন এনেছি, তবে মূল থ্রিলার স্বাদ অক্ষুণ্ন রেখেছি। কাজী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে আলোচনা করেই এগিয়েছি।”
মূলত কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ১৯ জুলাইয়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে গেছে।
উল্লেখ্য, এর আগে ১৯৭৪ সালে মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল প্রথম চলচ্চিত্র ‘মাসুদ রানা’। এরপর দীর্ঘ বিরতি শেষে ২০২৩ সালে আন্তর্জাতিক প্রযোজনায় মুক্তি পায় ‘MR-9: Do or Die’। ‘গহীন অতল’ হলো সেই ধারার নতুন সংযোজন।
ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।
অভিনয়ে আরও রয়েছেন: গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।