চিত্রনায়িকা শবনম বুবলী এবার নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন—মিউজিক ভিডিওর মডেল হিসেবে। সিনেমার গানে তার পারফরম্যান্সে দর্শক মুগ্ধ হলেও এবারই প্রথম সরাসরি একটি মিউজিক ভিডিওতে নাচলেন তিনি। গানটির নাম ‘ময়না’। এটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল, কথা লিখেছেন আসিফ ইকবাল, আর সুর-সংগীত করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন।
‘ময়না’ গানটি প্রকাশ পাবে ২৪ জুলাই, ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে। বড় বাজেট ও ফিল্মি ঢঙে নির্মিত গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক নিলয়, আর বিশেষ পারফর্মার হিসেবে আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গানটি সম্পর্কে গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘বুবলী আসছে ময়না হয়ে—ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে ১৬ জুলাই তিনি শরাফ আহমেদ জীবনের একটি ছবি শেয়ার করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন।
মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘শিল্পীর কাজ হলো নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। সিনেমায় গানগুলোতে কাজ করেছি অনেক, কিন্তু মিউজিক ভিডিও একেবারেই নতুন অভিজ্ঞতা। অনেক আগে থেকেই প্রস্তাব পেয়েছি, করিনি। “ময়না” গানটা শুনেই হ্যাঁ বলে দিই। গানটা শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে যেটা পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।’

গানটির গায়িকা কোনাল বলেন, ‘আসিফ ভাইয়া গানটা শুনিয়ে বললেন, “এটা তোকে গাইতেই হবে।” শুনেই ভালো লেগে যায়। খুব সহজ, ঝাঁজালো কথার ওপর আকাশ সেন এমন সুর বসিয়েছেন, যেটা মানুষকে নাচাতে বাধ্য করবে। ভিডিওতে বুবলী পারফর্ম করছে—জানার পর তো আরও ভালো লেগেছে।’
সুরকার আকাশ সেন বলেন, ‘“ময়না” আমার করা অন্যান্য গানের থেকে একেবারে আলাদা। এখানে মজা আছে, ছন্দ আছে, নাচের একদম সঠিক ফ্লো আছে। এটি আদ্যন্ত একটি ক্যাচি ড্যান্স নাম্বার। দর্শক-শ্রোতা বুঝবেন, এ গানে ভিন্নতা আছে।’
পরিচালকের বক্তব্য তানিম রহমান অংশু জানান, ‘গানচিলের সঙ্গে আগেও কাজ করেছি, তবে এবার একটু অন্যরকম কিছু করতে চেয়েছি। মজার, নাচের, ফানফিল্ড একটা গান হোক—এটাই ছিল চাওয়া। পুরো টিম কাজটা করেছে টিমওয়ার্কে, আন্তরিকতা নিয়ে।’

প্রসঙ্গত গানচিল এর আগেও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ এবং ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় মজার গান দিয়ে দর্শক মাতিয়েছে। সেই ধারাবাহিকতায় ‘ময়না’ হতে যাচ্ছে একটি নতুন সংযোজন। বাংলা গানের জগতে নাচ ও বিনোদনের মেলবন্ধনে এটি হতে পারে বছরের অন্যতম আলোচিত মিউজিক ভিডিও।
‘ময়না’ প্রকাশ পাচ্ছে ২৪ জুলাই, গানচিলের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে।