69
ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনে বিপর্যয় হয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর জোটের। প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে রোববার (৩০ জুন)। জয় পেয়েছেন কট্টর ডানপন্থিরা।
শীর্ষস্থানীয় পোলিং সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, লা পেনের নেতৃত্বাধীন ডানপন্থী আরএন পেয়েছে ৩৪.৫ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স ২৮.৫ থেকে ২৯.১ শতাংশ ভোট পেয়েছে। ম্যাক্রোর জোট পেয়েছে ২০.৫ শতাংশ থেকে ২১.৫ শতাংশ ভোট।