প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আপাতত পারমাণবিক হামলার ধারণার পরিবর্তে শত্রুকে নিরস্ত্র করার জন্য প্রচলিত আগাম হামলার সামরিক নীতি প্রবর্তন করে তার সামরিক নীতিমালা সংশোধন করতে পারে।
এই সপ্তাহের শুরুতে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পুতিনের দেয়া বক্তব্যের বিষয়টি স্পস্ট করার জন্য শুক্রবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন এ কথা বলেন।
ক্রমবর্ধমান পরমাণু যুদ্ধের ঝুঁকি সত্বেও রাশিয়া প্রথমে হামলা চালাবে না বলে সতর্ক করার মাত্র কয়েকদিন পর সাংবাদিকদের পুতিন বলেন, মস্কো প্রচলিত আগাম হামলার সামরিক নীতি বিবেচনা করছে। যেটি ওয়াশিংটন তাদের কথিত ‘প্রি-এমপটি’ হামলা হিসেবে গ্রহণ করে আসছে।
পুতিন কিরগিজস্তানে সাংবাদিকদের বলেন, ‘প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পূর্বনির্ধারিত স্ট্রাইকের ধারণা রয়েছে। দ্বিতীয়ত, এটি একটি নিরস্ত্রীকরণ স্ট্রাইক সিস্টেম তৈরি করছে।’
পুতিন বলেছেন, মস্কোকে তাদের ‘নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য’ মার্কিন আগাম হামলার ধারণা গ্রহণের বিষয়ে ভাবতে হবে। তিনি বলেন, ‘আমরা শুধু এটি সম্পর্কে চিন্তা করছি।’
167