অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার সময় এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যায়, তাকে শনাক্ত করা হয়েছে। তার নাম আহমেদ আল আহমেদ। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি তার অসীম সাহসিকতার জন্য ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন।
বিবিসি যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, হামলার ভয়াবহ মুহূর্তে আহমেদ আল আহমেদ দৌড়ে গিয়ে এক বন্দুকধারীকে জাপটে ধরেন এবং তার অস্ত্র কেড়ে নেন। এরপর তিনি সেই অস্ত্র হামলাকারীর দিকেই তাক করে তাকে পিছু হটতে বাধ্য করেন। তার এই দ্রুত ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আরও বহু প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
আহমেদ আল আহমেদ সিডনির একজন ফলের দোকানের মালিক এবং দুই সন্তানের জনক। হামলার সময় তিনি হাতে ও বাহুতে একাধিকবার গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রোববার রাতে বন্ডাই বিচে হানুকাহ উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। সেখানে এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। অস্ট্রেলিয়ার পুলিশ এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। পরে পুলিশ জানায়, হামলাকারীরা ছিল বাবা ও ছেলে।
আহমেদের পরিবার তার সাহসিকতায় গর্ব প্রকাশ করেছে। তার চাচাতো ভাই মুস্তাফা বলেন, “সে শতভাগ নায়ক।” তার বাবা-মা জানান, মানুষের ওপর হামলা হতে দেখে তিনি এক মুহূর্তও দেরি না করে এগিয়ে যান এবং কোনো জাতিগত বিভেদ না করেই মানবতার পক্ষে দাঁড়ান।
সিরিয়ার ইদলিবে বেড়ে ওঠা আহমেদ ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন। সম্প্রতি তার বাবা-মাও সিরিয়া থেকে সিডনিতে এসে তার সঙ্গে যোগ দিয়েছেন। তার এই সাহসিকতা শুধু তার পরিবার নয়, সারা বিশ্বের মানুষের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
অস্ত্র ছিনিয়ে জীবন বাঁচিয়ে বিশ্বজুড়ে নন্দিত আহমেদ
12