নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামিদের প্রার্থী হতে না দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আইন সংশোধনের সুপারিশ করে কমিশন তাদের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, “আইন মন্ত্রণালয় প্রস্তাবটি পর্যালোচনা করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্থাপন করবে। সেখানে অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনটি কার্যকর হবে।”
এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ফেরারি আসামিকে অযোগ্য করার সুপারিশ করেছিল। তবে তখন নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করেছিল যে, এমন আইন রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার হতে পারে। এবারের প্রস্তাব বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার সানাউল্লাহ জানান, জাতীয় ঐকমত্য মিশনের সঙ্গে আলোচনার পর কমিশন এ বিষয়ে সন্তুষ্ট হয়েছে এবং মনে করেছে বিধানটি রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি এর অপব্যবহার দেখা যায়, তাহলে প্রয়োজনে আবার সংশোধনের সুযোগ থাকবে।”
তবে সংস্কার কমিশনের আরেক প্রস্তাব—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়টি—ইসির সুপারিশে রাখা হয়নি।