নিজস্ব প্রতিবেদক
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ এবং শ্রদ্ধা জানিয়ে সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানী ঢাকাসহ জেলা–উপজেলায় শোভাযাত্রা, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে দলের নেতা–কর্মীরা।
সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা এ সময় শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
রাজধানীর বাইরে কর্মসূচি
ময়মনসিংহ নগরীর টাউনহল মুক্তমঞ্চে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। দক্ষিণ জেলা বিএনপি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ র্যালি বের করে।
সিলেটে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি হয়, যেখানে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বরিশালে বটতলা বাজার এলাকা থেকে মহানগর বিএনপি র্যালি বের করে। নাটোরে জেলা বিএনপির শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী বাসস্ট্যান্ডে সমবেত হয়।
বগুড়ায় নবাববাড়ি সড়কের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এবং ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি হয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে। নরসিংদীর মনোহরদীতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদীনের নেতৃত্বে আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়।
খাগড়াছড়িতে জেলা বিএনপি শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা জানায়। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয় এবং প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির শোভাযাত্রা বের হয়।
নারায়ণগঞ্জে খানপুর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চাষাড়ায় বিজয়স্তম্ভে শেষ হয়। হবিগঞ্জে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের নেতৃত্বে র্যালি বের হয়। বাগেরহাটে জেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলন হয় এবং নেতারা আলোচনা সভায় অংশ নেন।
এছাড়াও মানিকগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা, ঝালকাঠি, ঝিনাইদহ, বরগুনা, জয়পুরহাট, গাইবান্ধা, মাদারীপুর, জামালপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, রাঙামাটি, মাগুরা, নীলফামারী, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।