বিশেষ প্রতিবেদক
কক্সবাজার ভ্রমণ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানান, শোকজের জবাব সন্তোষজনক হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ না থাকায় বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।
শোকজ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন—দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
এর আগে গত ৫ আগস্ট কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব ছড়িয়ে পড়ে। সেই সময় হোটেলের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভও করেন। যদিও পরবর্তীতে বৈঠকের খবরটি গুজব হিসেবে প্রমাণিত হয়।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন এ ঘটনার প্রেক্ষিতে পরদিন (৬ আগস্ট) পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সশরীরে ব্যাখ্যা দিতে বলা হলে তারা নির্ধারিত সময়েই জবাব দেন।