বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ দেশ সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, “এই দেশের ওপর সব নাগরিকের সমান অধিকার আছে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।”
শনিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর কেন্দ্রীয় উৎসব ও মিছিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানও উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমীর এই উৎসব আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির।
সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেন, “এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা সেই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখব। এদেশ সবার, এখানে আমরা সবাই মিলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করব।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “এই আনন্দে আমাদের পাশে নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নিশ্চিন্তে উৎসব পালন করবেন। আনন্দ ভাগাভাগি করে নেব আমরা সবাই মিলে। আপনাদের যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও। তিনি বলেন, “জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, সম্প্রীতি ও মানবতারও আহ্বান। শ্রীকৃষ্ণের জীবনাদর্শ আমাদের অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জোগায় এবং সমাজে ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সাম্যের চর্চায় উদ্বুদ্ধ করে।”
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তার বক্তব্যে বলেন, “সত্যের পথে অটল থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে।”
নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, পুরান ঢাকায় বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই তিনি হিন্দু, খ্রিস্টান ও মুসলিম বন্ধুদের সঙ্গে মিশে বড় হয়েছেন। তিনি বলেন, “আমাদের বেড়ে ওঠা ছিল সম্প্রীতির মধ্য দিয়ে। ধর্মের কারণে কোনো ভেদাভেদ আমরা অনুভব করিনি। শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য।”