নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব। তাতে অনুরোধ থাকবে, যেন আগামী রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হয়।”
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফিরে দেখেন গত বছরের জুলাই আন্দোলনের দিনগুলো। তিনি বলেন, “আজ ৫ আগস্ট—জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এক বছর আগে আজকের এই দিনে গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।”
তিনি স্মরণ করেন ২০২৫ সালের কোটা আন্দোলনের প্রেক্ষাপট। বলেন, “গত বছরের জুনে আদালতের এক রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্বৈরাচার সরকারের অবজ্ঞা, দমন-পীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ড আন্দোলনটিকে দাবানলে পরিণত করে।”
ড. ইউনূস বলেন, “স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে দাঁড়িয়েছিল ছাত্র-জনতা। সম্মুখভাগে ছিল আমাদের সাহসী নারীরা। যারা প্রাণ দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন, তাদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন বা দৃষ্টি হারিয়েছেন—জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি।”