নিজস্ব প্রতিবেদক
জাতির উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের পর বিএনপি বলেছে, এ ভাষণ ও জুলাই ঘোষণাপত্র নির্বাচনী অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ এই ঘোষণার অপেক্ষায় ছিল।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন—একটি হলো জুলাই ঘোষণাপত্র, আরেকটি আসন্ন নির্বাচনের সময়সূচির ইঙ্গিত। আমরা উভয়কেই স্বাগত জানাই।”
প্রধান উপদেষ্টা তার ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান। এ প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদ বলেন, “এখন নির্বাচন কমিশনের দায়িত্ব তফসিল ঘোষণা করা। জাতি এখন নির্বাচনের প্রস্তুতির দিকে এগোবে।”
তিনি আশা প্রকাশ করেন, “আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত।” এছাড়া তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে, বিনিয়োগে আস্থা ফিরবে।
জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সেখানে যেসব ঘোষণা এসেছে, বিশেষ করে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি, আহত ও নিখোঁজদের পরিবারকে আইনি সুরক্ষা এবং ভোটাধিকার নিশ্চিত করার দিকনির্দেশনা—সবকিছুই তারা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়।