বিশেষ প্রতিবেদক
ঢাকার সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়—‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। তবে এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতি হবে প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে ভিন্নধর্মী। এখানে ক্লাস পরিচালিত হবে হাইব্রিড মডেলে—৬০ শতাংশ সশরীরে, আর ৪০ শতাংশ অনলাইনে। তবে সব ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরাসরি, সশরীরেই।
সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমান, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম ফায়েজ, ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
চারটি স্কুল, নির্ধারিত কলেজভিত্তিক ক্লাস : নতুন বিশ্ববিদ্যালয়ে সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। বিষয়ভিত্তিক কলেজ নির্ধারণ করা হয়েছে এভাবে:
স্কুল অব সায়েন্স : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ও স্কুল অব বিজনেস : সরকারি তিতুমীর কলেজ
স্কুল অব ল অ্যান্ড জাস্টিস : কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
প্রত্যেক শিক্ষার্থী প্রথম চার সেমিস্টার পড়বেন নন-মেজর কোর্সে। এরপর পরবর্তী চার সেমিস্টার পড়বেন ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্সে। পঞ্চম সেমিস্টারে শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বিষয় (ডিসিপ্লিন) পরিবর্তন করতে পারবেন, তবে কলেজ বা ক্যাম্পাস পরিবর্তন করতে পারবেন না।
পুরোনো কাঠামো থাকবে, আসছে নতুন অধ্যাদেশ : সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত কলেজের উচ্চমাধ্যমিক স্তর ও শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তারা আগের মতোই থাকবেন। তবে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠদানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক নিয়োগ করা হবে। মূল ক্যাম্পাস নির্মাণের জন্য সুবিধাজনক একটি স্থান নির্ধারণ করা হবে।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাদেশ ২০২৫ সালের মধ্যেই জারি হবে বলে আশা করা হচ্ছে। তবে আসন্ন ভর্তি কার্যক্রম আগের নিয়মেই পরিচালিত হবে।
ঢাকার এই সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজ—একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
তবে পরবর্তী সময়ে পরীক্ষায় বিলম্ব, ফলাফল প্রকাশে অনিয়মসহ নানা কারণে শিক্ষার্থীদের আন্দোলন চরমে ওঠে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় সরকার, যার ফলশ্রুতিতেই গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।