নিজস্ব প্রতিবেদক
বাসভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটে গেছেন সুনামগঞ্জের পরিবহন শ্রমিকেরা। রোববার সন্ধ্যার পর থেকে সুনামগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশাও বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম জানিয়েছেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের ওপর হামলার বিচার এবং কারাগারে থাকা এক শ্রমিকের মুক্তিসহ তিন দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
রোববার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থী বাসে করে শহর থেকে শান্তিগঞ্জের ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে ভাড়া নিয়ে বাসের চালকের সহকারীর সঙ্গে শিক্ষার্থীদের বচসা হয়। শিক্ষার্থীদের দাবি, এক সহকারী তাঁদের একজনকে ধাক্কা দেন এবং মাদকাসক্ত ছিলেন। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, শিক্ষার্থীরা একপর্যায়ে বাসে ভাঙচুর চালান।
বিকেলে ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট সড়কে দুই ঘণ্টার অবরোধ সৃষ্টি করেন। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পুলিশি মধ্যস্থতায় সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করা হলেও শুরু হয় ধর্মঘট।
শ্রমিক নেতাদের দাবি, এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে ঝগড়ার জেরে এক শ্রমিক পাঁচ মাস ধরে জেলে রয়েছেন। অন্য এক শ্রমিক হামলার শিকার হলেও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ।