নিজস্ব প্রতিবেদক
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “একটি চক্র অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। সেজন্য আগাম নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রাজধানীতে অভিযান চালানো হয়।”
তিনি জানান, গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বাকি ৫ জনকে গ্রেপ্তার করেছে অন্যান্য থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন:
কেন্দ্রীয় পর্যায়: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাব্বির মজুমদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক তারিকুল ইসলাম (তারেক),
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মইনুল হোসেন সুমন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম।
ঢাকা মহানগর ও থানা পর্যায়: ঢাকা জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ, বনানী থানা ছাত্রলীগের সহসভাপতি বাদশা খান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু।
শাহবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম। উত্তরা, খিলগাঁও, শ্যামপুর ও কায়েতটুলীসহ বিভিন্ন থানার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারা।
জেলা পর্যায়: ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, পীরগঞ্জ, ভোলা, নবীনগর, কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।