নিজস্ব প্রতিবেদক
সাভারে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান থেকে টেনে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় পলাতক এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে এএসআই মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ লাইনে কর্মরত এই সহকারী উপপরিদর্শক (৩১) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার কালাইহাতি গ্রামে।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, সকাল ছয়টার দিকে পুলিশের একটি দল অভিযানে গিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। তিনি ইয়ামিন হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দেওয়া হলে আহত হয়ে মারা যান এমআইএসটির শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইয়ামিন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিকে।