বিশেষ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিভেদ আর প্রতিহিংসার রাজনীতি নয়—এখন সময় গুণগত ও মূল্যভিত্তিক রাজনীতির।” তিনি দেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসে।
আজ রোববার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী নিপীড়নের শিকার হয়েছে—মামলা, হামলা, খুন, গুম, অপহরণ, কারাবরণ—সবকিছু পেরিয়েও ছাত্রদল থেমে থাকেনি। শুধু চলমান জুলাই গণ-অভ্যুত্থানেই চট্টগ্রামের ওয়াসিমসহ শতাধিক নেতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজারো ছাত্র।”
তিনি আরও বলেন, “আজ আমি লক্ষ করছি ভবিষ্যতের বাংলাদেশকে। তোমরাই আগামী দিনের সম্ভাবনা, তোমরাই প্রতিষ্ঠা করবে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ। প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের সাহসী ভূমিকা মিলেই তৈরি হবে সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ, যে বাংলাদেশ লাখো শহীদের স্বপ্ন।”
তরুণ ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “দেশে এখন প্রায় ৪ কোটি নতুন ভোটার। কিন্তু বিগত দেড় দশকে ফ্যাসিবাদী চক্র তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সামনে জাতীয় নির্বাচন—এটাই সেই সময়, যখন তোমরা তোমাদের প্রথম ভোটের মাধ্যমে হারানো অধিকার ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছো। আমি বলি, তারুণ্যের প্রথম ভোট—ধানের শীষের পক্ষে হোক।”
তিনি আরও যোগ করেন, “আজকের এই জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে—পলাতক পরাজিত স্বৈরাচার যতই নির্মমতা চালাক, ছাত্রদলের অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি। যদি তোমরা সাহসিকতা ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে দেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের পাশে থাকবে, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ, বাংলাদেশের জনগণই বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির প্রকৃত ক্ষমতার উৎস।”
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।