13
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা রোববার রাতে এক আবেগঘন ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়েন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “জুলাই কেন মানি-মেকিং মেশিন হবে?”
তিনি অভিযোগ করেন, আন্দোলনের নামে বিভিন্ন সমন্বয়ক টেন্ডার, তদবির, এমনকি ডিসি নিয়োগেও প্রভাব খাটিয়েছেন। চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।
উমামা বলেন, “আমি মুখপাত্র হওয়ার পর দেখি, অনেকে আন্দোলন দিয়ে টাকা-পয়সা রোজগার করছে। এটা আমার জীবনের এক ট্র্যাজিক অধ্যায়।”
তিনি আরও দাবি করেন, কিছু সমন্বয়ক রক্ষীবাহিনীর মতো আচরণ করছেন এবং বিভিন্ন জায়গায় ‘দখলদারিত্ব’ চালাচ্ছেন।
গত বছর জুলাইয়ের গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, গত মাসে সংগঠনটি থেকে সরে দাঁড়ান উমামা ফাতেমা।