বিশেষ প্রতিবেদক
রাজধানীর গুলশানে সাবেক এক সংরক্ষিত মহিলা আসনের এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাদের আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। পুলিশের তথ্যমতে, আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। অন্যরাও একই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
চাঁদা দাবি ও অর্থ লেনদেনের অভিযোগ
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃতরা গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এমপি শাম্মী আহম্মেদ-এর বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। এর আগেই তারা ১০ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। শনিবার বাকি টাকা তুলতে গেলে শাম্মী আহম্মেদ পুলিশে খবর দেন। এরপর পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
চাঁদার অর্থ নেওয়ার ভিডিও ভাইরাল
ঘটনার সূত্র অনুযায়ী, ১৭ জুলাই সকাল ১০টার দিকে সমন্বয়ক পরিচয়ে ওই বাসায় গিয়ে এক কোটি টাকা দাবি করেন রিয়াদ। টাকা না দিলে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে পুলিশের কাছে দেওয়ার হুমকি দেন তিনি। সেদিনই তারা ১০ লাখ টাকা নেয়।
এই টাকা নেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গুলশানের একটি বাড়ির গেস্টরুমে দুই যুবক অর্থ গ্রহণ করছেন। পুলিশ সূত্র জানিয়েছে, ভিডিওটি গুলশান ৮৩ নম্বর রোডের শাম্মীর বাসার।
‘ছেলের মতো বলে ৫ লাখ টাকা দিলেন’—রিয়াদের দাবি
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ জানান, জিজ্ঞাসাবাদে রিয়াদ দাবি করেন—চার-পাঁচ দিন আগে তারা শাম্মীর বাসায় গেলে তার স্বামী বলেন, “তোমরা আমার ছেলের মতো, তোমাদের কিছু এন্টারটেইন করি। আমার স্ত্রীর বিষয়ে আর কিছু বলো না।” তখন রিয়াদকে পাঁচ লাখ টাকা দেন তিনি।
রিয়াদের দাবি অনুযায়ী, এ টাকা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু গ্রহণ করেন এবং তা দিয়ে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও একটি মোটরসাইকেল কেনেন।
পুলিশ বলছে, মামলা প্রক্রিয়াধীন
গুলশান থানা জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।