জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে বাংলা একাডেমিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রয় মেলা। এই আয়োজনের মাধ্যমে ১৯৭২ সালের ঐতিহাসিক জুলাই পুনর্জাগরণকে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
একাডেমির পক্ষ থেকে জানানো হয়, বই প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক বইসমূহ প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলার বিক্রয়কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও একাডেমির সচিব মো. সেলিম রেজা।