মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সার্বিক সংস্কার ও উন্নয়নের জন্য ১৯৭২ সালের সংবিধান—যেটিকে তিনি ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে অভিহিত করেন—তার পূনর্বিন্যাস ও সংস্কার প্রয়োজন।
শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না। বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। রাষ্ট্রের কাঠামো ও দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন আনতে হলে এই সংবিধানকেও জনস্বার্থে সংস্কার করতে হবে।”
পথসভায় বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, “হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে অভ্যুত্থানকারীদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে। আমরা এই ষড়যন্ত্রের নিন্দা জানাই এবং প্রকৃত তদন্ত দাবি করি।”

এনসিপি আহ্বায়ক চা শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং অধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করবে। শুধু তাদেরই নয়—দেশের বিভিন্ন জাতিসত্তার সম্মান ও অধিকার প্রতিষ্ঠাই আমাদের অন্যতম লক্ষ্য।”

এর আগে শনিবার সকালে সিলেটের বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। শহীদদের স্মৃতি এবং তাঁদের পরিবারের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বিচার ও রাষ্ট্রীয় সংস্কার না হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।”
দুপুরে মৌলভীবাজারের পথসভা শেষে এনসিপি নেতারা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন, যেখানে তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।