19
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশসংক্রান্ত নতুন নিয়ম চালু করছে কর্তৃপক্ষ। এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী বিমানবন্দরের অভ্যর্থনা ও বিদায় এলাকায় প্রবেশ করতে পারবেন।
শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম আগামীকাল রোববার (২৬ জুলাই) থেকে কার্যকর হবে।
এছাড়া বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।