গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ঘটেছে এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা—ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন এক নেতা, তাও আবার দুধ দিয়ে গোসল করে!
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় ১০ লিটার দুধ ঢেলে আনুষ্ঠানিকভাবে নিজের ‘অপবিত্রতা দূর’ করে পদত্যাগের ঘোষণা দেন ফাইম ভূঁইয়া নামের ওই ছাত্রলীগ নেতা।
ফাইম ভূঁইয়া ছিলেন চন্দ্রদিঘলীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে পদত্যাগের ঘোষণায় তিনি দাবি করেন, “গত বছর আমার অজান্তেই আমাকে ছাত্রলীগের কমিটিতে যুক্ত করা হয়েছে। আজ বিষয়টি জানতে পেরে আমি নিজেকে ধুয়ে-মুছে ফেললাম—প্রতীকীভাবেই, দুধ দিয়ে গোসল করে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। আমাকে এবং আমার পরিবারকে হেয় করার উদ্দেশ্যেই সেখানে আমার নাম ঢোকানো হয়েছিল। আমি এই সংগঠনকে ঘৃণা করি। আজ থেকে আমার সঙ্গে এ সংগঠনের কোনো সম্পর্ক নেই।”
এমন ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে বলছেন নাটকীয় প্রচার কৌশল, কেউবা বলছেন আত্মসম্মান রক্ষার অভিনব প্রতিবাদ। তবে যে যাই বলুক, দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।
পদত্যাগের এই ‘দুধ-ড্রামা’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে কৌতুক করে বলছেন, “সাবান পানি না থাকলে এখন থেকে রাজনীতি ছাড়ার নতুন ট্রেন্ড—দুধ দিয়ে গোসল!”