নারী সাংবাদিকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে তিনদিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে নিউজ নেটওয়ার্ক। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ১৪ জন নারী সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি শুরু হয় গত রোববার (২০ জুলাই) এবং শেষ হয় মঙ্গলবার (২২ জুলাই)। রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন মিডিয়া বিশেষজ্ঞ জিয়াউর রহমান এবং ডিজিটাল বিশেষজ্ঞ রায়হান মাসুদ।
মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সফররত দ্য এশিয়া ফাউন্ডেশনের মঙ্গোলিয়া কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর। এ ছাড়া বক্তব্য রাখেন পিইআরআই (Promoting Effective, Responsive and Inclusive Governance of Bangladesh) প্রকল্পের টিম লিড মীর জুনায়েদ জামাল, ডেপুটি টিম লিড ইকবাল মাহমুদ, রিফর্ম কো-অর্ডিনেটর মারিয়াম মাহজাবিন এবং কমিউনিকেশন কো-অর্ডিনেটর ফারদিন রহমান।
সমাপনী বক্তৃতায় সারা টেইলর বলেন, “আমাদের সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যদি ক্ষমতায়ন না করা হয়, তাহলে সংবাদমাধ্যম কখনোই সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠতে পারবে না।”
উল্লেখ্য, দ্য এশিয়া ফাউন্ডেশন ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে নিউজ নেটওয়ার্ক।