রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এর আগে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই কলেজের শিক্ষার্থী।
উপদেষ্টাদের প্রতিশ্রুতি, শিক্ষার্থীদের অনড় অবস্থান
দুর্ঘটনার পর আজ সকালে কলেজ পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তাঁরা শিক্ষার্থীদের ছয় দফা দাবির মুখে পড়েন। আইন উপদেষ্টা দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, “সরকার শিক্ষার্থীদের পাশে আছে, প্রতিটি দাবি যৌক্তিকভাবে বিবেচনায় নেওয়া হবে।”
তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। দুপুরের পর উপদেষ্টারা কলেজ ত্যাগ করলে দিয়াবাড়ি মোড়ে তাঁরা আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত বিকেলে পুনরায় কলেজ চত্বরে ফিরে যেতে বাধ্য হন। সেসময় শত শত শিক্ষার্থী কলেজের বাইরে অবস্থান নিয়ে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন।
সচিবালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি
একই সময়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তাঁরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করেন। বেলা গড়াতে গড়াতে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
বিকেল পৌনে ৪টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
বিক্ষোভের প্রেক্ষাপটে সচিব প্রত্যাহার
সচিবালয়ের সামনে এই আন্দোলনের মধ্যেই শিক্ষা বিভাগের শীর্ষ আমলাকে প্রত্যাহার করা হলো। মাহফুজ আলম তাঁর পোস্টে লেখেন, “তরুণদের ক্ষোভ যথার্থ। পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি সংক্ষেপে
১. নিহতদের সঠিক নাম-পরিচয় প্রকাশ
২. আহতদের পূর্ণ তালিকা প্রকাশ ও চিকিৎসার দায়িত্ব
৩. প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ
৪. পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
৫. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থায় সংস্কার
৬. শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় সেনাবাহিনীর প্রকাশ্য ক্ষমা