আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ভোট কর্মকর্তাদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য সংগ্রহের জন্য দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে কমিশন।
সূত্র জানায়, ঢাকার শেরেবাংলা নগর থানায় গত ২২ জুন ভোটে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া এক মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্বাচন কমিশনের কাছে এসব তথ্য চেয়েছে। পিবিআইকে তথ্য দিতে গিয়ে ইসি এখন মাঠপর্যায়ের সহায়তায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
পিবিআইয়ের পাঠানো চিঠিতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং ভোটকেন্দ্রভিত্তিক তথ্য চাওয়া হয়েছে।
এই চাহিদার প্রেক্ষিতে রোববার (২১ জুলাই) বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন সচিবালয়।
জাতীয় নির্বাচনে ৬৪ জেলার ডিসি এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে, যদিও ইসির চিঠিতে এ পদটির বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এছাড়াও, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং দুই লাখেরও বেশি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নির্বাচনের সময় দায়িত্ব পালন করেন।