রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম জানান, “ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। পুরো অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়।”
সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাস এলাকায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল এবং উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর দুর্ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যাম্পাসসংলগ্ন একটি ভবনের ওপর আছড়ে পড়ে। পাশেই আগুন জ্বলতে দেখা যায় এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। একটি ভিডিওতে দেখা যায়, তারা গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর যৌথ তৎপরতায় দ্রুত উদ্ধার কাজ এগিয়ে চলছে। বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।