গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে অস্থিরতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সমাবেশ কেন্দ্র করে সংঘর্ষ, সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটায় তিন দিনের কারফিউ শেষে গোপালগঞ্জে পুনরায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তার স্বার্থে আজ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এর আগে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়। পরে রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ কার্যকর ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় প্রথম দফায় জারি করা হয় ১৪৪ ধারা। পরিস্থিতির আরও অবনতি হলে রাত ৬টা থেকে কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এরপর সন্ধ্যায় ফের কারফিউ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। শনিবার বিকেলে আবারও ঘোষণা আসে, রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।