নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের’ তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও দলীয় প্রতীকের ঘরটি ফাঁকা। অন্য সব দলের প্রতীক যথারীতি দেখা গেলেও আওয়ামী লীগের প্রতীক হিসেবে বহুল পরিচিত ‘নৌকা’ চিহ্নটি আর নেই।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘নৌকা’ প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।”

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচন কমিশনের সমালোচনা করে একটি পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা ও নাগরিক আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন।” তিনি আরও প্রশ্ন তোলেন, “কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচন কমিশনের অবস্থান—দুটিই এখন নজরকাড়া গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। প্রতীক সরিয়ে ফেলার সিদ্ধান্ত জনমনে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।