জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে এক সরকারি বিবৃতিতে এই প্রতিশ্রুতি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা নিন্দনীয়, অমার্জনীয় এবং মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল। এক বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এতে এনসিপির সদস্য, পুলিশ এবং সাংবাদিকরা নির্মমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে।”
বিবৃতিতে দাবি করা হয়, “এই সহিংসতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও দলীয় কর্মীদের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতার কোনো স্থান এই দেশে নেই।”
সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা জানায় এবং একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণদের সাহস ও ধৈর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিবৃতির শেষাংশে বলা হয়, “এই হামলার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। বাংলাদেশের মাটিতে সহিংসতা বরদাশত করা হবে না। ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি।”