জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এই হামলা চালায় ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা—যাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সমাবেশ শুরুর আগেই পৌর পার্ক এলাকায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা জমায়েত হচ্ছিলেন। ঠিক তখনই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে সদর উপজেলার কংশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি দুর্গাপুর ইউনিয়নে পুলিশের টহল গাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ শীর্ষ নেতারা ইতিমধ্যে গোপালগঞ্জ পৌঁছেছেন। তারা পদযাত্রার অংশ হিসেবে বুধবারের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।