স্বৈরাচারের সুবিধাভোগীদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অনতিবিলম্বে অপসারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘সবাই আমরা একমত পতিত স্বৈরাচার-মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সহজ নয়।’
তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ‘ইস্কাটন লেডিস ক্লাবে’ হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য শারদীয় দূর্গোৎসব উত্তর শুভেচ্ছা ও মতবিনিময় সভায় লন্ডন থেকে ‘ভার্চূয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যান্যের মধ্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাসস