102
তৃতীয়দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শনিবার এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল পৃথকভাবে অংশ নেবে। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা থাকবেন।
হাইভোল্টেজ এই সংলাপে দৃষ্টি সবার। কারণ বিএনপি ও জামায়াত এতে কী ভূমিকা নেয় সেদিকে কৌতূহল রয়েছে। সরকারের মেয়াদ ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে বেশ হার্ডলাইনে বিএনপি। সূত্র জানায়, দলটি রোডম্যাপ ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারে। তবে জামায়াত কিছুটা নমনীয়। দল দুটির আলাদা রাজনৈতিক অবস্থানও দেখা যেতে পারে।
দুপুর আড়াইটায় ডাক পেয়েছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পর ডাক পেয়েছে জামায়াতে ইসলামী।