রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই, ২০২৩) ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল অওয়ামী লীগ ও বিএনপি। শুধু আওয়ামী লীগ ও বিএনপিকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপালিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার (২৭ জুলাই,২০২৩) এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, “বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে।”
২৩ শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো, ১. সমাবেশে কোন ব্যাগ নিয়ে আসা যাবে না। ২. সমাবেশে নেতা-কর্মীদের হাতে লাঠি কিংবা এমন কিছু থাকবে না। ৩. সীমানার বাহিরে মাইক ব্যবহার করা যাবে না। ৪. পল্টন থেকে দৈনিক বাংলা মোড় বাফার জোন ঘোষণা হরা হলো; কেউ সেখানে সমাবেশ করতে পারবে না। ৫. সব দলকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে।