109
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। পরে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। ফলে এই দুই প্রার্থী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন।
সংসদ সদ্স্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।