117
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির ১০ দফা নতুন কিছু নয়। পুরনো ভাঙা রেকর্ড তারা বাজিয়েই চলেছে।
রবিবার (১১ ডিসেম্বর) টাঙ্গাইল পৌর উদ্যানে টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই, নিরপেক্ষ সরকার চাই, সরকারের পতন চাইসহ নানা দফা-দাবি জানিয়ে আসছে। বিএনপি কী চাইল আর কী চাইল না, সে অনুযায়ী নির্বাচন হবে না, দেশ চলবে না।