110
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির ১০ দফা দাবি সংবিধান কবর দেওয়ার ষড়যন্ত্র। এগুলো দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি ও রাজাকারদের মুক্তির আবদার। এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল।
রবিবার (১১ ডিসেম্বর) কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ইনু। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কারশেদ আলমসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।