নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবনা জাতির জন্য গভীর বিপজ্জনক।
রোববার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বারবার আশ্বস্ত করেছেন যে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে।
বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে প্রতিটি বৈঠকে সব উপদেষ্টা উপস্থিত ছিলেন না।
জামায়াতে ইসলামী : দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ন্ত্রণে ব্যর্থ। এ পরিস্থিতিতে তারা শঙ্কিত, সরকার কীভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) : দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে আসন্ন নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হওয়া প্রয়োজন।
বিএনপি : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, একটি মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্ধারিত ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টাও এ বিষয়ে একমত।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এ সময় দেশে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন।