নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদনের সঙ্গে ঘাটতি পূরণে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র ও তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছে ৬৫টি রাজনৈতিক দল। তবে নতুন দল এনসিপিসহ ৮০টি দল ঘাটতি পূরণ করে তথ্য জমা দিয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২ জুনের মধ্যে মোট ১৪৫টি দল নিবন্ধনের আবেদন করে। এরপর ইসি আবেদন যাচাই-বাছাই করে ঘাটতিসংশ্লিষ্ট দলগুলোকে ১৫ দিনের সময় দেয়, যার শেষ দিন ছিল রোববার (৩ আগস্ট)।
ইসির চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে দলিলাদি জমা না দিলে সংশ্লিষ্ট আবেদনকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৮০টি দল ঘাটতির তথ্যাদি জমা দিয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, এখন আবেদনগুলো বাছাই কমিটি পর্যালোচনা করবে। প্রাথমিকভাবে নির্বাচিত দলগুলোর বিষয়ে মাঠপর্যায়ে যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে নিবন্ধন দেওয়া হবে।