নিজস্ব প্রতিবেদক
অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিআউটলুক ডটকম–এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক ও লেখক কাদের বাবু। আজ রোববার (৩ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত কাদের বাবু দেশের রাজনীতি, সামাজিক আন্দোলন এবং শিশুকিশোর সাহিত্যে ইতিমধ্যেই নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন।
দুই দশকের বেশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এ সময়ে কাজ করেছেন মাসিক মদীনা, পাক্ষিক উনিশকুড়ি, সাপ্তাহিক খবরের অন্তরালে, পাক্ষিক আনন্দ আলো, মাসিক পর্যটন বিচিত্রা, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক বৈচিত্র, সাপ্তাহিক ঠিকানা, দৈনিক অর্থনীতি প্রতিদিন, অনলাইন নয়াযুগ, বাংলামেইল। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম ই-বুক প্ল্যাটফর্ম সেইবই ডটকম এর শুরুর দিকে কাজ করে বেশ আলোচনায় নিয়ে আসেন।
ইতিপূর্বে তিনি সম্পাদনা করেছেন টিনএজ ম্যাগাজিন টিন@টিন। এটি সম্পাদনা করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। অমর একুশে বইমেলায় তার নেতৃত্বে প্রকাশিত হয়েছে বইমেলা বুলেটিন। এছাড়া তার সম্পাদনায় গত চার বছর থেকে প্রকাশিত হয়ে আসছে বাবুই ঈদসংখ্যা! ছড়াবিষয়ক লিটল ম্যাগাজিন ছড়াআনন্দ এর সম্পাদক হিসেবেও এটি প্রকাশ করে আসছেন ২০১১ সাল থেকে।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি। এর মধ্যে উল্লেখযোগ্য : মেঘ ছুটিতে লাটিম ফোটে, পরিবাগের পরি, ভূতের বন্ধু টুত, মিষ্টি প্রেম ডটকম। তার সম্পাদিত বাংলাদেশের লেখক ডিরেকটরি বাংলাদেশের লেখক-শ্রেণির কাছে বেশ জনপ্রিয়!
নতুন দায়িত্ব প্রসঙ্গে কাদের বাবু বলেন, “বিডিআউটলুক ডটকম একটি নীতিনিষ্ঠ, সাহসী ও তরুণ সাংবাদিকতার প্ল্যাটফর্ম। এখানে আমার প্রধান লক্ষ্য হবে— তথ্যনিষ্ঠ, বিশ্লেষণভিত্তিক ও পাঠকবান্ধব সাংবাদিকতাকে এগিয়ে নেওয়া। বিশেষত, প্রান্তিক ও অবহেলিত কণ্ঠগুলোকে মূলধারায় আনার চেষ্টা থাকবে আমার লেখনী ও সম্পাদনায়।”
উল্লেখ্য, কাদের বাবু সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। বইপড়া আন্দোলনের একজন অন্যতম কর্মী তিনি। শিশুকিশোর এবং পরিবারগুলোতে বইমুখী করতে বাংলাদেশে অ্যাপার্টমেন্টভিত্তিক লাইব্রেরি গড়ার জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।