বিশেষ প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আজ রোববার বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ঘোষিত সমাবেশ। সমাবেশ ঘিরে এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ, বিছানো হয়েছে লাল কার্পেট, এবং স্থাপন করা হয়েছে একাধিক ডিজিটাল পর্দা।
সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। ডিজিটাল পর্দাগুলোয় চলমান রয়েছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন প্রামাণ্যচিত্র ও ঘটনার চিত্রায়ণ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ৩ আগস্ট শহিদ মিনারে সাধারণ মানুষের যে অভূতপূর্ব উপস্থিতি দেখা গিয়েছিল, এবারও তেমনই গণসমাবেশের প্রত্যাশা করছেন তারা। সমাবেশস্থলে উপস্থিত এনসিপি সদস্য রফিকুল ইসলাম কনক বলেন, “গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হবে আজকের দিনটি।”

নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর ২টার দিকে সেখানে দেখা যায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড টহল দিচ্ছে। পাশেই জাতীয়তাবাদী ছাত্রদলের আরেকটি সমাবেশ থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এনসিপির বংশাল থানার সংগঠক শাকিল জানিয়েছেন, সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তাদের প্রায় ৩০০ কর্মী নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করছেন। তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি।”
রফিকুল ইসলাম কনক বলেন, “গোপালগঞ্জের মতো জায়গায়ও এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা হয়েছে। তাই রাজধানীতে এমন জনসমাবেশ ঘিরে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।”