বিশেষ প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ মামলার শুনানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর ইতিহাসের “নিকৃষ্টতম স্বৈরাচার” হিসেবে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি শুরু হয়। শুনানির সূচনালগ্নে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আজকের দিনটি ইতিহাসের অংশ। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার আর জন্ম নেয়নি। যদি কোনো স্বৈরাচার মিথ্যার ওপর পিএইচডি করে, তবে সে শেখ হাসিনার কাছ থেকেই শিখেছে।”
তিনি আরও বলেন, “বিশ্বের সব স্বৈরশাসক যদি একত্রিত হয়ে সমিতি গঠন করে, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যৎ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই স্বৈরাচার ও তার সহযোগীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।”
শুনানিতে তিনি বিশ্ব ইতিহাসে বিভিন্ন স্বৈরাচারের পরিণতি আদালতের সামনে উপস্থাপন করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক।